গণ-আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর চিনির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। কিছুদিন আগে খুচরা বাজারে প্রতিকেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, যা আজ শনিবার ১২৫ থেকে ১২৭ টাকায় নেমে এসেছে।
বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের পাইকারি ও খুচরা বাজারেও চিনির দাম কমেছে।
মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী চিনির দাম প্রতিকেজি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে চিনির দাম ক্রমশ কমছে।”
এর আগে পাইকারি বাজারে চিনির দাম ছিল প্রতিকেজি ১২২ থেকে ১২৫ টাকা। অন্যদিকে, সরকারি চিনি মিলগেটে চিনি ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে। আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে, তাই দেশে চিনির দাম আরও কমা উচিত ছিল।
এমএ//