চীনের শানডং প্রদেশে স্কুল বাসের ধাক্কায় শিশুসহ ১১ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়:
শানডংয়ের তাই’আন শহরের একটি বিদ্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের একটি স্কুলবাস ধাক্কা দিলে ১১ জন প্রাণ হারান। এদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও ছয়জন অভিভাবক রয়েছেন। এ ছাড়া, দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
এ দিকে, শানডং রাজ্য পুলিশ ইতিমধ্যেই স্কুল বাসটির চালককে গ্রেপ্তার করেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটেছে কি-না, তা অনুসন্ধানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, চীনে প্রায়শই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। চলতি বছরের জুলাইয়ে দেশটির মধ্যাঞ্চলের চাংশা শহরে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গেলে আটজনের মৃত্যু হয়।
আরএস