বরিশালে চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। কেউ যদি পুরোনো মোবাইল ফোন কিনে থাকেন তাহলে তা ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানান তিনি।
এই ৫১টি মোবাইল ফোনের মধ্যে একটি মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তারের। নিজের খোয়া যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে বেজায় খুশি জেসমিন। তিনি বলেন, মোবাইল ফোন ফেরত পাব, এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে আমার অনেক উপকার হয়েছে।