চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা ৪মার্চ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই দফা দাবি উপস্থাপন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল একটি নোটিস জারি করে জানায়, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যে হলের সিট ছেড়ে দিতে হবে। যেসব বিভাগের স্নাতকোত্তর কার্যক্রম নেই বা শিক্ষার্থীরা স্নাতকোত্তর করবেন না, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক আখ্যা দিয়ে মানববন্ধনে দুই দফা দাবি উত্থাপন করেন:
১. চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া যাবে না।
2. ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের অন্তত তিন মাস উচ্চশিক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য সময় দিতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের আগ পর্যন্ত হলে থাকার অধিকার রয়েছে। পরীক্ষার পরপরই চাকরির প্রস্তুতি ও পরীক্ষার জন্য আর্থিক চাপে পড়তে হয়। তাই মানবিক বিবেচনায় আমাদের হলের সিট রাখার সুযোগ দিতে হবে।”
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফলাফল প্রকাশের আগেই যদি আমাদের হল ছাড়তে হয়, তাহলে আমরা কোথায় থাকব? প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব হতে হবে এবং আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।”