আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার কথা সাকিবের।কিন্তু ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের শুরুতে তাকে নাও পেতে পারে রাইডার্সরা।তার মাঠে ফেরা আরও দীর্ঘ হতে যাচ্ছে। চোখের চিকিৎসা করাতে আজ (রোববার) রাতে লন্ডন যাচ্ছন সাকিব।
বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েন সাকিব। অতিরিক্ত চাপের কারণে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন তিনি। যার কারণে সমস্যা হচ্ছিল শট খেলতে। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়ে চোখের চিকিৎসাও করিয়েছিলেন সাকিব।তবে বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি।আবার ফিরে এসেছে সাকিবের চোখের রেটিনার সমস্যা।চোখের সমস্যার জন্য দেশের বাইরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন সাকিব। কেননা, তার চোখের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ব্যাটিং করতে পারলেও ইনিংস বড় করা কষ্টকর তার জন্য।