ইতিহাস গড়লো বাংলাদেশের যুবারা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বয়সভিত্তিক এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জুনিয়র টাইগাররা। প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে নতুন যুবা টাইগাররা। স্মরণীয় এমন মুহূর্ত এনে দেওয়ায় চ্যাম্পিয়ন ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ফাইনালে গতকাল স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে একপেশে লড়াইয়ে ১৯৫ রানের বিশাল জয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে টাইগাররা। পুরো আসর জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে আনন্দে ভাসছে উনিশ না পেরোনো যুবারা।
এই ঐতিহাসিক জয়ের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জুনিয়র টাইগাররা দেশে ফিরছে। দেশে ফিরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন তারা।
টাইগার যুবাদের এমন সাফল্যের উপলক্ষে ক্রিকেটারদের সহ পুরো টিম ম্যানেজম্যান্টকে রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানা গিয়েছে, আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।