মাঙ্কিপক্সের সংক্রমণ আফ্রিকার বিভিন্ন অংশে উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও বিশেষ সতর্কতা জারি করেছে।
শনিবার (১৭ আগস্ট) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স সম্পর্কে এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে হবে। যদি কোনো যাত্রীর মাঙ্কিপক্সের লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এছাড়া, বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে কারও মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, দেশে মাঙ্কিপক্স সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারও মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তর দুটি টেলিফোন নম্বর দিয়েছে: ১৬২৬৩ এবং ১০৬৫৫।
মাঙ্কিপক্স (এমপক্স) একটি সংক্রামক রোগ, যা এমপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া, এবং জ্বর হতে পারে। এই রোগ মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, এবং কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলে মাঙ্কিপক্সের আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুব উদ্বেগজনক’। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে এবং জীবন বাঁচাতে সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রয়োজন।
এমএ//