এস আলম গ্রুপের ছয়টি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের ঋণ বিতরণ ও পুনঃতফসিল প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ব্যাংক গুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিকট এই আদেশে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিকট এই ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি প্রেরন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসলামী ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে বলেছেন, ” নিয়ম বহির্ভূত ঋণ প্রদানের লাগাম টেনে ধরতেই কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত গ্রহন করেছে। এছাড়া এস আলম গ্রুপ সংশ্লিষ্ট এসব ব্যাংকের তারল্য সংকট মেটাতেও এই সিদ্ধান্ত ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের প্রেরিত চিঠি মোতাবেক নতুন কোনো সাধারণ ঋণ দিতে পারবে না ব্যাংক গুলো। তবে কৃষি ঋণ, এসএমই ঋণ ও পাঁচ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা প্যাকেজ বিতরণ করতে পারবে এস আলম গ্রুপের এই ছয়টি ব্যাংক।