বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৫ আগস্ট, রবিবার, দুপুর ১টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ করা হয়েছে।