শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী বিচার দাবিতে আগামীকাল শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচিটি বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাবে।
শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার এবং জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ছাত্রদলের সকল নেতাকর্মীসহ সাধারণ ছাত্রসমাজকে এই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।