বিশেষ প্রতিনিধি
শিক্ষা, শান্তি,প্রগতির মশালবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্র সংগঠনটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তাদের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখা কর্তৃক ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম জন্মদিন।
কর্মসূচির অংশ হিসেবে পতাকা উত্তোলন, র্যালী, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালী শেষ করে বাংলাদেশ আওয়ামিলীগ উল্লাপাড়া উপজেলা শাখা’র অফিসে ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭৬ পাউন্ড কেক কাটে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ আলী,ঢাকা বিশ্বিবদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া পারভীন দীপা,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাঈম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ একরামুল হাসান সহ সিরাজগঞ্জ -৪ আসন ভিত্তিক বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী সমন্বয় টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফয়সাল কাদের রুমি তার বক্তব্যে বলেন,উল্লাপাড়া থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া নেতাদের উপস্থিতি আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।তিনি প্রত্যাশা করে আরো বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকা মার্কাকে বিজয়ী করে তরুণ প্রজন্মের কাছে একটি স্মার্ট বাংলাদেশ রেখে যেতে চাই।আর আমাদের তরুণ প্রজন্মরাই স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।
নাঈম ইসলাম সংগ্রাম
উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে