টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা।
নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক নবীন শিক্ষার্থী নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
সংগঠনটির মাভাবিপ্রবি শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির মাভাবিপ্রবি শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. আহসান হাবীব ইমরোজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম,সমাজসেবক আহসান হাবীব মাসুদ,
শহর ছাত্রশিবিরের সভাপতি মামুন আব্দুল্লাহসহ শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন,’বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম বড় সংকট হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন।আর এই সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় নিজেদের ইতিহাস ও সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।আমরা যদি নিজেদের আপন সংস্কৃতিকে ধারণ করতে না পারি,নিজেদের মূল্যবোধের যর্থার্থ চর্চা না করতে পারি তাহলে এই আগ্রাসন মোকাবেলা করা কোনভাবেই সম্ভব না।তাই আমাদের সবাইকে নিজ ইতিহাস,ঐতিহ্য ও আত্নপরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেটিকে জীবনের প্রতিটা ধাপে ধারণ করতে হবে।’
পরবর্তীতে উপহারসামগ্রী ও খাবার প্রদানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য,মাভাবিপ্রবি শিবির সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী।আর সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে অধ্যায়নরত রয়েছে।
শুভ//বিএন