রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত শাওন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। গতকাল সোমবার (১৯মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের পাশে এঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রাতে ঐ শিক্ষার্থী হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিলেন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন কেড়ে নিতে চাইলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এবিষয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, গতকাল রাতে আমাদের বিভাগের এক ভাইকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত করা হয়েছে। এটা হত্যাচেষ্টাই বলা যায়। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন একটি ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা এবিষয়ে প্রশাসনের খুব দ্রুতই হস্তক্ষেপের আশা করছি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেহেতু ঘটনাটি ঘটেছে এটা আরও উদ্বেগের বিষয়। আজকের মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে এরচেয়ে বড় ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেবিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ।