দেশীয় তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে পোশাক শিল্পখাত থেকে।
তবে সাম্প্রতিক সময়ে এইসব বড় বাজারগুলোতে বাংলাদেশের পোশাক পণ্যের রপ্তানি কমেছে। পোশাক পণ্যের বড় বাজারগুলোতে রপ্তানি কমায় চিন্তার ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের মাঝে। বাজারের এ অবস্থার পরিবর্তন না হলে এ খাত থেকে দ্রুতই কমা শুরু হতে পারে রপ্তানি আয়। খাত সংশ্লিষ্টরা বলছেন, বড় বাজারগুলোতে রপ্তানি কমে যাওয়া তাদের নতুন করে ভাবিয়ে তুলছে। শ্রম অধিকার রক্ষার ইস্যুতে রয়েছে নিষেধাজ্ঞার শঙ্কাও। আবার দ্বাদশ জাতীয় নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টানাপোড়েনও চলছে বাংলাদেশের। সব মিলিয়েই রপ্তানি বাজার নিয়ে উদ্বেগ বাড়ে উদ্যোক্তাদের।
এরই মধ্যে বিকল্প বাজার সন্ধানের পথে হাঁটা শুরু করেছেন পোশাকখাতের উদ্যোক্তারা। তারা ইউরোপ-আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে নতুন বা অপ্রচলিত বাজারের দিকে ঝুঁকছেন। সরকারের পক্ষ থেকেও রপ্তানিতে দেওয়া হচ্ছে ৪ শতাংশ হারে নগদ সহায়তা।