গতকাল আরো একবার মনে করিয়ে দিলেন, ফুরিয়ে যাননি তিনি। মরিচা ধরতে দেননি তার ব্যাটে। এবার সাজোরে ছয় মারার সময় নিজের ব্যাটই ভেঙে ফেললেন এই ক্যারিবিয়ান।
গতকাল বুধবার এই কাণ্ড ঘটান গেইল। ভিলওয়ারা কিংসের বিপক্ষে গুজরাট জায়ান্টসের হয়ে ইনিংস শুরু করতে নামেন তিনি। ষষ্ঠ ওভারে বাউন্ডারি মারার চেষ্টায় ভেঙে যায় তার ব্যাট। ওই ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।
ইংল্যান্ডের সাবেক পেসার সাইডবটমের বলটি এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন, বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় ব্যাট।
ততক্ষণে অবশ্য বল পার হয়ে যায় বাউন্ডারির সীমানা। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।