খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন খানজাহান নগর এলাকা থেকে গতকাল দিবাগত রাতে জঙ্গি সন্দেহে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন সাবেক এবং একজন বর্তমান শিক্ষার্থী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
শিক্ষার্থী তিনজন হলেন মোঃ শাকিল আহমেদ (২৬) মোহাম্মদ রিজভী আজিম খান (২৭) এবং মেহেদী হোসেন সালিত (২৪)
শাকিল আহমেদের নিজ জেলা নড়াইল তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন হতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে চাকুরীতে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহন করছেন। মোহাম্মদ রিজভী আজম খানের নিজ জেলা পটুয়াখালী। তিনি ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন থেকে অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে সরকারি শিক্ষক হিসেবে প্যারেন্টস ইন্টারন্যাশনাল স্কুল, সোনাডাঙ্গায় কর্মরত আছেন। মেহেদী হাসান বর্তমানে গণিত ডিসিপ্লিনে অধ্যয়নরত রয়েছেন, তার নিজ জেলা ঝিনাইদহ।
এছাড়াও আরও একজন মোঃ আনিসুর রহমান রুহুল আমিন রকি(৩৬)। তিনিই মূলত খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম প্রচার প্রসারের দায়িত্ব পালন করে আসছিলেন। ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা এর ফার্মেসী বিভাগ হতে অর্নাস সম্পন্ন করেন।
ব্যাপক জিজ্ঞাসাবাদে এবং উদ্ধারকেত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও ডকুমেন্ট পর্যালোচনায় জানা যায় তারা বিগত ছয় সাত মাস যাবত খুলনা অঞ্চলের নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির এর নীতি আদর্শ বাস্তবায়নের কাজ করে যাচ্ছিল বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ। তাদের বিরুদ্ধে হরিণটানা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ সব সময় অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান পরিচালনা করে আসছে। গত কয়েক মাসে খুলনা মহানগর পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বেশ কিছু অস্ত্র এবং এ সংক্রান্তে অপরাধীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গত ২৫/১১/২০২৩ তারিখ দিবাগত রাতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খানজাহান নগর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এইচ এম মাসুম হাসান
খুবি ও কুয়েট প্রতিনিধি