কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জন্মদিনে পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। শুক্রবার দিবসটি উপলক্ষে কথাসাহিত্যিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সাংস্কৃতিক জোটের সভাপতি অমিত কুমার দত্ত বলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গর্ব। ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গণে তাঁর অবদান চিরস্মরণীয়। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এই মানুষটির দিকনির্দেশনা সাংস্কৃতিক অঙ্গন সহ জাতির জন্য চিরকালের পাথেয় হয়ে থাকবে।
এ সময় জোটের সাধারণ সম্পাদক আল আমিন সহ জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
২ ফেব্রুয়ারি ১৯৩৯ সালে হাসান আজিজুল হক জন্ম গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। তবে তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে সমাদৃত। অসাম্প্রদায়িক চেতনা ও গণমানুষের জীবন-সংগ্রাম তাঁর সাহিত্যের উপজীব্য। ষাটের দশকে আবির্ভূত এ কথাসাহিত্যিক একুশে পদক ও স্বাধীনতা পদক সহ দেশ-বিদেশে নানা পদকে ভূষিত হয়েছেন। তাঁর অন্যতম সাহিত্যকর্ম আগুনপাখি উপন্যাস। তিনি সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়