বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের ডাক—সবসময়ই শিক্ষার্থীদের পাশে থেকেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। তিনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েই ক্ষান্ত হননি, রাজপথেও নেমেছেন। বিভিন্নভাবে শিক্ষার্থীদের সরাসরি সহযোগিতা করেছেন, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।
গতকাল ছিল সালমান মুক্তাদিরের জন্মদিন, যা তাঁর ভক্তদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এই বিশেষ দিনটি উপলক্ষে প্রান্ত নামের এক ভক্ত সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
সালমান সেই ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। এতে আমি অপ্রস্তুত হয়ে যাই। বিশেষ করে, আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি। আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়—এটাই আমার একমাত্র অর্জন। সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি সত্যিই অনেক সুন্দর।”
এমএ//