অন্তরবর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে প্রায় দেড়মাস, কিন্তু প্রশাসনে এখনো শৃঙ্খলার অভাব ও কাজে ধীরগতি দূর করা যাচ্ছে না। যাতে করে সমালোচনার মুখে পড়ছে অন্তরবর্তী সরকার।
বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনপ্রশাসন কাঠামো অনেকটা ‘পিরামিডে’র মতো হওয়ার কথা, যাতে করে, প্রশাসনের মাথা অর্থাৎ উপরের দিকে জনবল কম থাকবে এবং নিচের দিকে বেশি থাকবে, যা দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো,” তবে এই সময়ে এসে চিত্রটি উল্টো হয়ে সামনে এসেছে।
প্রায় সকল সরকারের শাসন আমলেই স্বজনপ্রীতি দেখা গেলেও আওয়ামী লীগে সরকারের সময় তা প্রকট আকার ধারণ করে।
এতেকরে একদিকে আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্তরা যেমন কাজে মনোযোগী নয় তেমনি মেধা থাকা সত্ত্বেও যারা সঠিক মূল্যায়ন পায়নি তারা এখন অধিকার আদায়ের আন্দোলনে ব্যাস্ত।
সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) তথ্যানুসারে, জনপ্রশাসনে নিয়মিত সচিবের পদ সংখ্যা ৬০টি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটি বাড়তে বাড়তে ৮২টিতে উন্নিত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর আগের অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এতে সচিবের সংখ্যা কিছুটা কমে এখন ৭৪টিতে নেমে এসেছে।
অন্যদিকে, জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা ২১২টি রাখা হলেও এখন কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা।
সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) হিসেবে, বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা প্রায় ৫৪৬ জন।
যুগ্ম-সচিব পদটির ক্ষেত্রেও সরকার অনুমোদিত ৫০২টি পদের বিপরীতে প্রশাসনে এখন যুগ্ম-সচিব হিসেবে কাজ করছেন প্রায় ১১৪৭ জন।
এতে করে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবসহ প্রশাসনের শীর্ষ পদগুলোতে প্রয়োজনের অতিরিক্ত জনবল রাখার ফলে সরকারি অর্থের বাড়তি খরচ হচ্ছে। পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি একজন কর্মকর্তার মূল বেতন যেমন বাড়ে, তেমন বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, আপ্যায়ন ভাতা ইত্যাদি নানান সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়। ফলে প্রতিটি পদোন্নতির সঙ্গে সঙ্গে সরকারের ব্যয় বেড়ে যায়, যা জনগণের করের টাকার অপচয়।
এর পেছনে বিগত সরকার দায়ী বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। মূলত বাংলাদেশের গত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন বলে মনে করেন অনেকে। যারা এই কাজে সরাসরি ভূমিকা রেখেছেন, তাদেরকে বড় পদোন্নতি-পদায়ন দিয়ে ‘পুরস্কৃত’ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রশাসনে এখন যে অস্থিরতা ও কাজে যে ধীরগতি দেখা যাচ্ছে, সেটার জন্য দলীয়করণই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। জনপ্রশাসনকে ঢেলে সাজানোর জন্য গত ১১ই সেপ্টেম্বর একটি কমিশন গঠন করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এছাড়াও প্রশাসনে এখন যে অস্থিরতা দেখা যাচ্ছে, খুব শিগগিরই সেটা কেটে গিয়ে কাজে গতি ফিরবে বলেও আশা করছেন তারা।