জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা। তিনি সদ্য অব্যাহতি পাওয়া অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর প্রথম সংবিধির ১৩ (১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজাকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো। আগামীকাল ১৮ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে। এসময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
নবনিযুক্ত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মহসীন রেজা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে নিয়োজিত রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি বান্দরবানের বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে প্রথম বিভাগে এসএসসি ও বাইশারী কলেজ থেকে ১৯৯৭ সালে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে বিএসএস অনার্স এবং প্রথম শ্রেণিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। ২০২০ সালে মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।