জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৪টার দিকে এ নির্বাচনের ফল প্রকাশ করা হয়।
এছাড়াও সহ সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাবেক সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।
আরো রয়েছেন ড. এ এম এম গোলাম আদম, অধ্যাপক ড. ফারহানা জামান, সাবেক হল প্রভোস্ট শামীমা আক্তার, মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মাহফুজ, অধ্যাপক ড. শামসুন নাহার।
উল্লেখ্য নির্বাচন মোট সংখ্যা ৬৬৭ জন। কোষাধ্যক্ষ পদ ২৫৬ ভোট পেয়েছেন উভয় প্রার্থী। ড. মো. মিরাজ হোসেন এবং অধ্যাপক ড. আবদুস সামাদ এর মধ্যে লটারি হলে মিরাজ হোসেন বিজয়ী হন।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি