জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যস্ত সড়কে কয়েকজন ব্যক্তি জব্বার মন্ডলের মতো দেখতে একজনের শার্টের কলার ধরে তাকে মারধর করছেন। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
২১ মে, বুধবার সংবাদমাধ্যম ‘কালবেলা’কে জব্বার মন্ডল জানান, ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। তার ভাষ্য, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।”
এর আগেও তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগে তিনি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ৩১ মার্চ করা ওই জিডির নম্বর ছিল ১৬৯৯।
সেই সময় তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, “আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।”
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ ব্যবহারকারীদের এ ধরনের ভুয়া ও মিথ্যা তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।