Home » news » জম্মু-কাশ্মীরে নির্বাচনের প্রাক্কালে বন্দুকযুদ্ধে দুই জওয়ান ও তিন জঙ্গি নিহত
জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বন্দুকযু্দ্ধে সেনাবাহিনীর দুই জওয়ান ও তিন জঙ্গি নিহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) তিন জঙ্গি নিহত হলেও শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর দুই জওয়ান।
গত রাতে কিশতোয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। তিন দিক দিয়ে ঘিরে তল্লাশির সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করলে সেই অতর্কিত হামলায় চার জওয়ান গুলিবিদ্ধ হন। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুই জওয়ানের একজন হলেন কনিষ্ঠ কমিশনড কর্মকর্তা নায়েব সুবেদার বিপন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং।
জম্মু–কাশ্মীর পুলিশ জানিয়েছে, অভিযানে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। গতরাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, জম্মু–কাশ্মীর বিধানসভার নির্বাচন বানচাল করাই চলমান জঙ্গি তৎপরতার মূল উদ্দেশ্য। তা রুখতে সেনাবাহিনীও সচেষ্ট।
দীর্ঘ ১০ বছর পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। তিন পর্যায়ের এই নির্বাচনের শুরু ১৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী মোদি প্রথম জনসভা করবেন আজ, ডোডায় স্থানীয় এক স্টেডিয়ামে। তাঁর নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী একাধিক ব্যবস্থা নিয়েছে।
আরএস