পাঁচবিবি (জয়পুরহাট প্রতিনিধি)
জয়পুরহাটে পিকআপসহ মুরগি চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) মধ্যে রাতে সদর উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চুরি করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিম পাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৪৫),পশ্চিম পারুলিয়া গ্রামের জরিপ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪২), দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৬২), বৈগ্রাম গ্রামের সাত্তার মন্ডলের ছেলে ফারুক হোসেন (৫০)।
ওসি হুমায়ূন কবির জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে খামারে মুরগি চুরি করে আসছিল। উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন তথ্যে অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহার করা একটি পিকআপসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।
জয়নাল আবেদীন জয়
পাঁচবিবি, জয়পুরহাট থেকে