জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এতিমখানায় দুস্থদের জন্য সৌদি আরব সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে ৩৫টি এতিমখানায় ৭৫০ কেজি দুম্বার মাংস বিতরণ করা হয়।
এসময় জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার।
তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় সরকারি তালিকাভুক্ত ৩৫টি এতিমখানায় এসব মাংস বিতরণ করা হয়েছে।
জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট প্রতিনিধি