জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন তিনি এ ভাষণ দেবেন।
চার মাসের মধ্যে বাইডেন তার প্রেসিডেন্ট মেয়াদ শেষ করতে যাচ্ছেন। তিনি আগামী নির্বাচনে প্রার্থিতা দিচ্ছেন না এবং তার বয়স ৭৮ বছর, তাই ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার সম্ভাবনা খুব কম।
জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার অনুমতি শুধু রাষ্ট্র বা সরকারপ্রধান এবং তাদের অনুমোদিত প্রতিনিধিদের জন্য।
মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স ওয়ান বিমানে করে ওয়াশিংটন থেকে নিউইয়র্কে পৌঁছেছেন বাইডেন। ফ্লাইট ছাড়ার আগে তার প্রেস সেক্রেটারি ক্যারিন জেন-পিয়েরে সাংবাদিকদের জানান, “বিশ্ব এখন অনেক গুরুতর সমস্যায় বিপর্যস্ত। আমাদের প্রেসিডেন্ট ভাষণে বলবেন কীভাবে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে আমরা এসব সমস্যা মোকাবিলা করতে পারি, যা জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।”
জাতিসংঘ অধিবেশন উপলক্ষে বাইডেন দু’দিনের সফরে নিউইয়র্কে রয়েছেন। মঙ্গলবার সকালে ভাষণ শেষে তিনি জাতিসংঘের জলবায়ু ফোরামে বক্তব্য দেবেন। পরবর্তীতে বুধবার তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠক করবেন।
২০২০ সালে প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই বাইডেন এশিয়া অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলার জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করে আসছেন। বুধবারের বৈঠকটি সেই প্রচেষ্টার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে।