পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদার তার লাঙ্গল প্রতীকের পোস্টার ও ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তিনি লিখেছেন, জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তার এই নির্বাচনী পোস্টার নিয়ে পটুয়াখালীতে চলছে আলোচনা-সমালোচনা। শুধু এই পোস্টার নয়, জাতীয় পার্টির অধিকাংশ নির্বাচনী ক্যাম্পে ব্যানার ও পোস্টারে এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে আওয়ামীলীগের এক নেতা বলেন, লাঙল প্রতীকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে না। লাঙল প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের নয়। বাংলাদেশ জিন্দাবাদ যারা বলে তারা আওয়ামী লীগের লোক নয়। আওয়ামী লীগের লোক যারা তাদের স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তবে এ বিষয়ে জানতে চাইল এ বি এম রুহুল আমিন হাওলাদার পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন, কোনো এক পক্ষ তাকে বিতর্কিত করতেই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছে।