জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দীনের অনুমোদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়:
“ মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের মেয়াদ পদে যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত কার্যকর থাকবে। উক্ত পদে উপাচার্য তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাসমূহ ভোগ করবেন। তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।”
- আরএস