বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৬ মে) ঢাকার শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জনসমাবেশে সংগঠনটির যাত্রা শুরু হয়।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বিকেল ৪টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা ঘটে। পরে একে একে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক তারেকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সমর্থকরা মিছিলসহকারে কর্মসূচিতে যোগ দেন।
কেরানীগঞ্জ থেকে আগত আবুল হোসেন বলেন, “আমরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ গড়তে চাই। এই যুবশক্তি কোনো দলীয় অঙ্গসংগঠনের মতো নয়। বরং এটি হবে যুবসমাজ গঠনের মঞ্চ।”
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “শহীদ আবরার পাঠচক্র থেকে শুরু করে ছাত্রশক্তির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, জাতীয় যুবশক্তি সেই ধারাবাহিকতার অংশ। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করা।”
তিনি আরও জানান, শ্রমিক, প্রবাসীসহ সমাজের প্রতিটি স্তরে সংগঠন বিস্তারের মাধ্যমে একটি সংগঠিত গণআন্দোলনের পথে এগোচ্ছে এনসিপি।
অনুষ্ঠানের শেষ দিকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে তারেকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে ডা. জাহেদ উল ইসলামের নাম ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিবেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনয়নের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের একাংশ গঠন করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
পরে দলটির ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরই ধারাবাহিকতায় এবার দলটির যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি কতদূর এগুতে পারে এখন সেটিই দেখার বিষয়।


