গবেষণা সংসদ আয়োজিত ১ম জাতীয় রিসার্চ প্রপোজাল সামিটে ২য় স্থান অর্জন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
গত ৩১ মে (শুক্রবার) গবেষণা সংসদ-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেলো ১ম জাতীয় রিসার্চ প্রপোজাল সামিট -২০২৪। উক্ত আয়োজনে মোট ১৮ বিশ্ববিদ্যালয়ের ২৩টি দল অংশ নেয়, যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ৪টি দল। গোটা আয়োজনের মাঝে ৩ জন দেশবরেণ্য গবেষক উপস্থিত ছিলেন।
অনলাইনের মাধ্যমে সারাদিন ব্যাপী এই আয়োজন চলে। রাত ১২:০১ মিনিটে প্রায় ৮ ঘন্টার দীর্ঘ আয়োজন শেষে ফলাফল ঘোষণা করা হয়। ১ম স্থান অর্জন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের Gender & Development Studies বিভাগ, ২য় স্থান অর্জন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের Life & Earth Science অনুষদের থেকে অংশ নেওয়া দল এবং ৩য় স্থান অর্জন করে বিইউপি থেকে অংশ নেওয়া Environmental Science দল।
এই বিষয়ে আয়োজনটির অন্যতম বিচারক ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম বলেন, এমন আয়োজন নি:সন্দেহে বিরাট প্রাপ্তির। গবেষণা সংসদের এমন সফল আয়োজন আগামীতে অবশ্যই এই সংগঠনটিকে এমন আয়োজন সরাসরি করার অনুপ্রেরণা যোগাবে।
সংগঠনটির সাধারন সম্পাদক জয়ন্ত দাস ঋত্বিক বলেন, আগামীতে আমরা এমন আরও গবেষণা বান্ধব আয়োজন করতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টিমের ২য় স্থান এটাই প্রমাণ করে, পর্যাপ্ত গাইডলাইন এবং সুযোগ-সুবিধা পেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও গবেষণায় অনেক এগিয়ে যাবে।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়