১৪ দলের শরিক ও মিত্র জাতীয় পার্টিকে ৩২ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এই আসনগুলো থেকে রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে শরিক ও মিত্রদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন সমঝোতা নিয়ে দোলাচলের অবসান ঘটল।
নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এই ৩২ আসনে তাদের প্রার্থী থাকছে না।
রোববার বিকাল ৪ টায় আসন সমঝোতার বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে ব্রিফ করা হয়।
যেসব আসনে ছাড় পেয়েছে জাতীয় পার্টি
সাতক্ষীরা-২, ঠাকুরগাঁও-৩, নীলফামারি-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, পুটিয়াখালী-১, বরিশাল- ৩, হবিগঞ্জ-১, ফেনী-৩, চট্টগ্রাম- ৫ ও ৮, ময়মনসিংহ- ৫ ও ৮, ব্রাহ্মণবাড়িয়া- ২, ফিরোজপুর-৩
১৪ দল যেসব আসনে ছাড় পেয়েছে
বগুড়া-৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল-২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।