‘আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান নেব’—এই স্লোগানে আজ রবিবার উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। একই সঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘জাতীয় ভ্যাট সপ্তাহ’। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও মামলায় আটকে আছে প্রায় ৪৬ হাজার ১৫৪ কোটি দুই লাখ টাকা।২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন আদালতে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সংক্রান্ত ৯ হাজার ৯৭৭টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় ২১ হাজার ৫৯৬ কোটি দুই লাখ টাকার ভ্যাট জড়িত রয়েছে।