জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় মদদদাতা ও হামলা পরবর্তী সময়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নেওয়ায় ছয় শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।
রোববার দুপুর দেড়টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অভ্যন্তরে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা যেসব শিক্ষকের শাস্তি দাবি করছেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ (রঙ্গন), অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান (অর্ক), অধ্যাপক আমিনুল ইসলাম (দুর্জয়), সহকারী অধ্যাপক আশরাফুল হাবীব (মাসুদ), ফাহিম মালিক (ইভান), মহিবুর রৌফ (শৈবাল)।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা মদদদাতা এবং হামলার পরবর্তীতে যেসব শিক্ষক ছাত্রলীগের পক্ষে ছিলেন তাদের পদত্যাগ চাই।
এসময় আন্দোলনকারীরা বলেন, অধ্যাপক ইস্রাফিল আহমেদ (রঙ্গন) হামলার আগে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করে এই হামলার মদদ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। উপাচার্যের বাসভবনের সামনে যখন ছাত্রলীগ হামলা চালাচ্ছিল তখন তার পাশে টিচার্স ক্লাবে দুজন সাংবাদিক আশ্রয় নিলে ওই শিক্ষকদের তাদেরকে আশ্রয় দেয়নি। এ খুনি শিক্ষকদের শিক্ষকতা করার কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে তাদের চাকরিচ্যুত করে শাস্তির আওয়ায় নিয়ে আসতে হবে।
রবিউল/আরএ