জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের নাম পরিবর্তনসহ তিন দাবিতে উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসানের কাছে স্মারকলিপি দিয়েছেন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।
শিক্ষার্থীদের দাবি – ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে শুধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট করতে হবে। অনতিবিলম্বে ইন্সটিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া অতিদ্রুত ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করতে হবে।
এ প্রসঙ্গে ইন্সটিটিউটের শিক্ষার্থীরা জানান, আমরা দেখেছি বিশ্বের অনেজ দেশে এই ইন্সটিটিউট আছে কিন্তু কোথাও কোন ব্যক্তির নামে এই ইন্সটিটিউটের নামকরণ করা হয়নি। আমরা এই বিষয়টির যৌক্তিক সংস্কার চাই।
এছাড়াও বিভাগের পরিচালক ও সকল ব্যাচের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টির সাথে একাত্মতা জানিয়েছেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড কামরুল আহসান জানান, ‘ব্যক্তির নামে কোন বিভাগ থাকতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ‘ এছাড়াও প্রয়োজনে বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে আলোচনার কথাও জানিয়েছেন তিনি।
রবি//বিএন