জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের ভবন নির্মাণের জন্য প্রায় ৯৭ কোটি টাকার টেন্ডার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত টেন্ডার কার্যক্রমে শিডিউল জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। এর আগে, গত ৯ নভেম্বর টেন্ডার কার্যক্রমের অংশ হিসেবে শিডিউল বিক্রি ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
জানা যায়, টেন্ডার কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করেন। তবে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল জমা দেন। পরে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে টেন্ডার বাক্স খুলে দেন প্রকল্প সংশ্লিষ্টরা।
প্রকল্প সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনের প্রায় ৯৭ কোটি টাকা নির্মাণব্যয় ধরা হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৪৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা থাকবে। অবশিষ্ট প্রায় ৫০ কোটি টাকা ভারত সরকারের অনুদান থাকবে।
এছাড়া চারুকলা বিভাগকে চারুকলা অনুষদ হিসেবে চালু করার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও চারুকলা অনুষদের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে চারুকলা বিভাগের বিদ্যমান সকল সংকট দূর হবে।’
এদিকে আজ বৃহস্পতিবার টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিডিউল কিনতে অগ্রণী ব্যাংকের জাবি শাখায় যান ঠিকাদারি প্রতিষ্ঠান টিসিইএল-মল্লিক এন্টারপ্রাইজ (জেভি)। পরে ব্যাংকে শিডিউল না পাওয়ার অভিযোগ এনেছেন তারা। এছাড়া অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন প্রতিষ্ঠানটি।
তবে টিসিইএল-মল্লিক এন্টারপ্রাইজ (জেভি) বিভ্রান্তি ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, টিসিইএল-মল্লিক এন্টারপ্রাইজ (জেভি) স্বচ্ছতা ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়া টেন্ডার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে অগ্রণী ব্যাংক জাবি শাখার প্রধান মুহাম্মদ জসিম উদ্দিনের পক্ষে চারুকলা অনুষদ ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক এম.এম ময়েজউদ্দীনকে পাঠানো চিঠির একটি কপি এই প্রতিবেদকের হাতে এসেছে।
চিঠিতে উল্লেখ করা, ঠিকাদারদের কাছে বিক্রির জন্য প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে তিন দফায় ১০টি শিডিউল অগ্রণী ব্যাংকে পাঠানো হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর একটি শিডিউল অবিক্রীত থাকে। সেটি প্রকল্প পরিচালকের কাছে ফেরত পাঠানো হয়েছে।
সার্বিক বিষয়ে চারুকলা অনুষদ ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এম.এম ময়েজউদ্দীন বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। তবুও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল পায়নি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শিডিউল ক্রয় ও জমা দেওয়ার জন্য ৪২ দিন সময় দেওয়া হয়েছে। আজকে শেষ দিনেও দু’টি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করেছেন। তার মানে টিসিইএল-মল্লিক এন্টারপ্রাইজ (জেভি) যে অভিযোগ তুলেছেন, তা ভিত্তিহীন। এমনকি নির্ধারিত সময়ের পর একটি শিডিউল অবিক্রীত থাকায় সেটি ফেরত দিয়েছে অগ্রণী ব্যাংক কতৃপক্ষ।’
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়