জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে
প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)-২০২৩ এ চ্যাম্পিয়নের কৃতিত্ব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘আসেন্ডিং’।
শনিবার (৯ মার্চ) প্রতিযোগিতার সমাপনী দিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় (ডিস্টিংগুইশড) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৭১টি বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট গেস্ট ফোর্সেস’ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘বুয়েট নাইটফল’।
সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সভাপতি অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক ড. এমদাদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. আবু সৈয়দ মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এজহারুল ইসলাম, বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক স্বর্ণালী বসাক।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী জাতীয় প্রোগ্রামিং কনটেস্ট শুক্রবার (৮ মার্চ) থেকে শুরু হয়ে শনিবার (৯ মার্চ) চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ১১৭ টি বিশ্ববিদ্যালয়ের ১১০০ টি দলের সর্বমোট ৩৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়