জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস—এর ইয়ুথ ম্যাপার চ্যাপ্টারের উদ্যোগে ও ওপের ম্যাপিং হাব এশিয়া প্যাসিফিকের উদ্যোগে ‘জিওস্পেইশাল টেকনোলজি ইন অ্যাকশন’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে দেশ—বিদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৮৭টি গবেষণাপত্র উপস্থাপনের আবেদন পড়ে। যাচাই—বাছাই শেষে ২৭টি গবেষণা পেপার কনফারেন্সে উপস্থাপন করা হয়। ছয়টি সেশনে ভাগ হয়ে তরুণ গবেষকগণ এসব গবেষণাপত্র উপস্থাপন করেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিচার—বিশ্লেষণ করে পাঁচজন তরুণ গবেষককে সেরা গবেষণাপত্র উপস্থাপক হিসেবে সনদ প্রদান করা হয়। এছাড়া কনফারেন্সে বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় জিপিএস ও রিমোট সেনসিং এন্ড জিআইএস প্রযুক্তির বহুবিধ ব্যবহার, এই প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে দুযোর্গে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার, সাড়াদান ও সহায়তা পৌঁছে দেয়ার গুরুত্ব সম্পর্কিত আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে জাবির উপ—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সম্মানিত অতিথি হিসেবে প্লাজমা বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, কি—নোট স্পিকার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক রাকিব আহমেদ বক্তব্য রাখেন। এছাড়া এসময় ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস—এর পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক হুসাইন মো. সায়েম উপস্থিত ছিলেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়