জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আবাসিক হলের রুমে আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন- সাগর সিদ্দিকী (আন্তর্জাতিক সম্পর্ক- ৪৬), সাব্বির হোসেন (বোটানি-৪৭), হাসানুজ্জামান (আন্তর্জাতিক সম্পর্ক- ৪৫) ও মোস্তাফিজ (আন্তর্জাতিক সম্পর্ক- ৪৫)।
রবিবার (৪ ফেব্রুয়ারী) ঢাকা উত্তর বিভাগ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
তিনি বলেন, ‘যার সাথে এ ঘটনা ঘটে তার বয়স উনিশ। স্বামীকে হলে আটকে দুই জন মিলে তাকে ধর্ষণ করা হয় । ধর্ষণেরর পর তাকে তাকে চলে যেতে বলে আসামীরা। পরববর্তীতে স্বামীকে আসামীরা ছেড়ে দিলে স্বামীসহ তাদের সাথে দেখা করতে যান তিনি। সেখানে আসামিরা তার স্বামীকে মারধর করে ও হুমকি দেয়।পরবর্তীতে তারা আশুলিয়া থানায় আসেন। পরে আমরা ঘটনাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই এবং আশুলিয়া ও সাভার থানার সমন্বয়ে টিম গঠন করি।’
‘আমরা প্রাথমিকভাবে জানতে পারি আসামিরা আবাসিক হলে ছিলো। তাদের পালিয়ে যেতে সাহায্য করে আমরা এমন ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় তাদের ধরতে পারি। তারা হলেন, সাব্বির, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান। পরে মধ্য রাতের পরে তাদের হেফাজতে নেওয়া হয়।’
‘অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম হোতা পলাতক মোস্তাফিজকে সাভার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৬ জন আসামী রয়েছে, আমরা ৪ জনকে গ্রেপ্তার করি। আমরা আশা করছি বাকি ২ জনকে দ্রুত সময়ে গ্রেফতার করবো। আমরা আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করবো এবং ৭ দিনের রিমান্ড আবেদন করবো বলে জানান তিনি।
রবিউল হাসান
জাবি প্রতিনিধি