জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৩৯ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাপ্ত প্রমাণাদির (ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফ) উপর ভিত্তি করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের ও আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী রাজু আহাম্মাদ, ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪ তম ব্যাচের ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট বিভাগের ৪৯ তম ব্যাচের ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী মো. আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম ব্যাচের ও মাওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী সোহাগ মিয়া, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের ও মাওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী মো. আহসান লাবীব।
তাদের সকলকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ -২০১৮ এর ৩(২)(গ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিউল/আরএস