জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল রাজনীতি বন্ধ করাসহ তিন দাবিতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরবর্তী মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ ও টারজান পেরিয়ে সবকটি ছাত্রী হলের সামনে দিয়ে শিক্ষক কোয়ার্টারে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা রাজনীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এক দফা এক দাবি চাইনা কোন রাজনীতি, সব জাবিয়ান ভাই ভাই রাজনীতির ঠাঁই নাই, ছাত্র রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা, শিক্ষক রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবেনাসহ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষক কোয়ার্টারে গিয়ে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র- শিক্ষক কর্মচারসহ সকল রাজনীতি বন্ধ করা সহ তিন দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাদের অন্য দুটি দাবি হলো দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচন দিতে হবে। গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হওয়া সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে প্রশাসনিক ও রাষ্ট্রীয় আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে হবে।
রবিউল/আরএস