জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় নতুন করে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম
মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। তিনি ফার্মেসী বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী।
এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিহাস বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদের নাম ভুলক্রমে অভিযুক্তদের তালিকাভুক্ত হওয়ায় তাকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ এবং প্রাপ্ত তথ্যাদির (ছবি ও ভিডিও ফুটেজ) ভিত্তিতে সাইফুল ইসলামের সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শামীম মোল্লা গণধোলাইয়ের শিকার হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ কর। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গণধোলাইয়ে সংশ্লিষ্ট থাকায় বৃহস্পতিবার অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া জুবায়ের আহমেদসহ আরও আট জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।