জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দা জাবিয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইমন বলেন, “বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ এই ৬ হাজার টাকা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। প্রশাসনের এমন অবিবেচক সিদ্ধান্ত মোটেও শিক্ষাবান্ধব নয়।”
সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশের মেধাবী ও স্বল্প আয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা। ‘শিক্ষার্থী কল্যান ফি’ নামে এই অতিরিক্ত ৬ হাজার টাকা ভর্তিচ্ছুদের থেকে আদায় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্দেশ্য ও লক্ষ্যকেই অর্থহীন করে তুলেছে। যদি বিভাগ উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়ই সেক্ষেত্রে চলমান উইকেন্ড কোর্সগুলো থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা যেতে পারে এবং তাও যথেষ্ট না হলে ইউজিসি গ্রান্ট বা সরকারী সহায়তার দ্বারস্থ হতে পারে। কিন্তু কোনোক্রমেই এই অর্থনৈতিক দায় শিক্ষার্থীদের ওপরে চাপানো যাবে না।”
এছাড়াও শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কথাও জানিয়েছেন মানববন্ধনকারী শিক্ষার্থীরা।