জাবি প্রতিনিধি :
হিসাবাধ্যক্ষ অফিসের বাজেট শাখার একটি ডিজিটাল নথি (ডি-নথি) অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল নথির যুগে প্রবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
রবিবার (৩১ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ডিজিটাল নথির (ডি-নথি) আনুষ্ঠানিক অনুমোদন করেন।
অনুমোদনকালে উপাচার্য বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প ‘স্মার্ট সিটিজেন’, ‘স্মার্ট গভর্নমেন্ট’, ‘স্মার্ট ইকোনমি’ এবং ‘স্মার্ট সোসাইটি’- এই ৪টি স্তম্ভের ওপর নির্মিত। স্মার্ট জনশক্তি তৈরির প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনলাইন প্রকাশনা পোর্টাল, একাউন্টিং সিস্টেম অটোমেশন এর মতো কার্যক্রম সম্পন্ন করেছে। ডি-নথি ব্যবস্থাপনা চালু করার মধ্য দিয়ে দাপ্তরিক ফাইল ব্যবস্থাপনা ও সংরক্ষণ আরও সহজ হবে বলে উপাচার্য মন্তব্য করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, আইআইটির পরিচালক ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম. শামীম কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ আগস্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি-নথির কার্যক্রম উদ্বোধন করেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়