জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে আসছেন পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা সহ চরকি টিম ।
৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের অংশ হিসেবে আয়োজিত তিনদিন ব্যাপী সিনেমা প্রদশর্নীর প্রথম দিনে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় মোস্তফা সারওয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা সহ চরকি টিম আসবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ । বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে তিনদিন ব্যাপী এ সিনেমা প্রদর্শনী। প্রত্যেকদিন দুপুর ২.৩০ মিনিট থেকে ৩ টি করে সিনেমা দর্শকদের দেখানো হবে। টিকিটের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৫ টাকা।
সার্বিক বিষয়ে কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো। আমরা সবসময় ভিন্ন কিছু উপহার দিতে চেয়েছি,তার অংশ হিসেবে চরকি টিমকে জাহাঙ্গীরনগরে নিয়ে আসছি। সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি সে বিষয়টি আমাদের লক্ষ্য থাকবে।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়