জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে মেয়েদের হলের কমিটি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির পদ প্রত্যাশী নেত্রীরা।
সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় অর্ধশতাধিক নারী নেত্রীরা একত্রে শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে দেখা করে ৪৮ ঘণ্টার মধ্যে মেয়েদের ৯টি হলে ছাত্রলীগের কমিটি দেওয়ার আলটিমেটাম দেন।
একাধিক হলের নারী নেত্রীদের সাথে কথা বলে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। অনেকে পরীক্ষার খাতা কেটেছে শুধুমাত্র পদ পাওয়ার আশায়। কিন্তু ক্যাম্পাসে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এজন্য তারা শঙ্কায় আছেন যে আদৌ হল কমিটি হবে কিনা। এই দ্বিধা দ্বন্দ্ব থেকেই তারা শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মেয়েদের হল কমিটি দেওয়ার জন্য।
নাম প্রকাশ না করা শর্তে এক নারী নেত্রী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমাদের মেয়েদের প্রতিটি হলের নেত্রীরা সুসংগঠিত। ক্যাম্পাসে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এর পিছনে একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এজন্য আমরা মেয়েদের হলের সকল নেত্রীরা এক হয়ে ভাইদের কাছে হল কমিটি দেওয়ার জন্য দাবি জানিয়েছি। হল কমিটি না হলে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই ক্যাম্পাস ছাড়তে হবে, আমরা এতো বছর যে কষ্ট করলাম তার কোনো মূল্যই থাকবে না।”
এ বিষয়ে কথা বলার জন্য শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় নি।
এর আগে ২৩ জানুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে অন্য হলের নেতা-কর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেওয়া, জমি দখলসহ নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ছয় হলের তার অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরা।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়