বকশীগঞ্জ প্রতিনিধিঃ
বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার সমন্বয়ে গঠিত ডিবি ২ পৃথক পৃথক অভিযানে বকশিগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রাম থেকে ৯ জুয়ারি এবং মাইছানীরচর থেকে আরো ৯ জুয়ারী কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ডিবির এসআই আবু রায়হান ও এস আই আবু শরিফ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করেছেন বলে ডিবি পুলিশ সুত্রে জানা গেছে। ডিবি ২ দেওয়ানগঞ্জ অঞ্চলের অফিসার ইনর্চাজ সোহেল রানা জানান গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রাম থেকে সংঘবদ্ধ জুয়ারি চক্রের সক্রিয় সদস্য দত্তেরচর গ্রামের সিরমত আলী,বাচ্চু মিয়া,আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, রাসেল, সাইদুর রহমান, মাহবুবুর রহমান, আজিজুর রহমান রাসেল,গোলাম মোস্তফা এবং মাইছানীরচর গ্রাম থেকে রং মিয়া ইউনুছ আলী আনারুল আলী হোসেন জামান খোরশেদ গদা মিয়া লাল মিয়া ও মানিক সহ পৃথক পৃথক অভিযানে ১৮ জুয়ারিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
সরকার আব্দুর রাজ্জাক
বকশীগঞ্জ জামালপুর