জামালপুর কারাগারে বিদ্রোহীদের দুইটি গ্রুপের মাঝে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।এ ছাড়াও, ১৪ জন কারাবন্দী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জামালপুরে কারাবন্দীরা আগুন দিয়ে কারাগারের দ্বিতীয় ফটক ভেঙে ফেলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত কারাবন্দীরা হলেন শ্যামল, জসিম, রাহাত, ফজলে রাব্বি বাবু, আরমান, রায়হান। জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ এই বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আসামীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়।এ ছাড়াও, প্রধান ফটকে আগুন জ্বালিয়ে দেয় এবং কারারক্ষীদের উপর আক্রমণ করে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারাবন্দীদের নিজ নিজ সেলে ঢুকানো হয়েছে।”
বখতিয়ার/রুশু//