আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকালে রাজধানী ঢাকার উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের গুলশান শাখার উপ-কমিশনার কাজী জিয়া উদ্দীন।
তিনি বলেন:
“একাধিক মামলার এজাহারে হাসানুল হক ইনুর নাম রয়েছে। তার মধ্য হতে কোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে।”
উল্লেখ্য, হাসানুল হক ইনু ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত শেখ হাসিনা মন্ত্রিসভার তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এ ছাড়াও, তিনি কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
- আর আহমেদ