ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত সামরিক চাপ প্রত্যাহার না করলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
সোমবার (২ সেপ্টেম্বর) হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন:
“চুক্তির পরিবর্তে সামরিক বলপ্রয়োগের মাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করার যে অপচেষ্টা চালাচ্ছেন, তা বন্ধ না করলে জিম্মিরা কফিনে চড়ে পরিবারের কাছে ফিরবে। ইতিমধ্যে বন্দীদের মুক্তির প্রসঙ্গে নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে আমাদের যোদ্ধাদের।”
এ দিকে, সম্প্রতি গাজার একটি গোপন সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ছয় জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরাইলি বাহিনী। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। তাঁর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভও করেছেন ইসরাইলিরা।
ইতিমধ্যেই অবশিষ্ট বন্দীদের মুক্ত করতে ফিলাডেলফি সীমান্ত থেকে ইসরাইলি বাহিনীকে সরানোর শর্ত দিয়েছে হামাস। কিন্তু কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ওই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করবে দাবি করে শর্ত মেনে নিচ্ছে না কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকার।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর আচমকা ইসরাইলে হামলা চালিয়ে ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। যার মধ্যে ১১৭ জনকে ফেরত দিয়েছে গোষ্ঠীটি। হামাসের সেই হামলায় হাজারেরও বেশি ইসরাইলি প্রাণ হারান। পরে ইসরাইলের শুরু করা ১০ মাসেরও বেশি অব্যাহত অভিযানে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত।
আরএস