জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক প্রতীকী অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করে ২০ মিনিট পর তা তুলে নেন। অবরোধ চলাকালে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে যান শিক্ষার্থীরা।
সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সোয়াইব হাসান বলেন, জুলাই হত্যার খুনিরা বিভিন্নভাবে ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদেরকে দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে তৈরি হচ্ছে। যারা বহিরাগত এনে ক্যাম্পাসে হামলা চালালো তাদের একজনও এখনো গ্রেফতার হয়নি। যতদ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তাদের নিরাপত্তা ও মানবাধিকারের কথা চিন্তা করে সরকারের উচিত তাদেরকে আইনের আওতায় আনা। অন্যথায় গণপিটুনির মতো ঘটনাগুলো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গণপিটুনিতে নিহত শামীম মোল্লা তার জবানবন্দিতে ১৫ জুলাই
হামলার ঘটনায় জড়িত এক শিক্ষকের নাম বলে গেছেন অথচ তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বিক্ষোভ কর্মসূচি ও মহাসড়ক অবরোধ শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানে তারা তিন দফা দাবি জানান।তাদের দাবিগুলো হলো খুনি দশকদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করা, সাত দিনের মধ্যে সারা বাংলাদেশে খুনি-দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার নিশ্চিত করা এবং তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত তদন্তের সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করা।
কর্মসূচি শেষে হওয়া সংবাদ সম্মেলনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন,’সাভার অঞ্চলে ১০০ জনেরও অধিক শহিদ হয়েছে। কিন্তু একজন অপরাধীও এখনও গ্রেফতার হয়নি।
আমরা বলতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে অপরাধীদের গ্রেফতারে পুলিশ-প্রশাসনের যদি অগ্রগতি না দেখা যায় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে থানা অবরোধ সহ সকাল সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচিতে যেতে বাধ্য হবো’।
রবি//বিএন